চট্টগ্রামে এসে পৌঁছেছে আরও ৫৮ হাজার ৫০০ ডোজ ফাইজারের ভ্যাকসিন। বুধবার রাত নয়টার দিকে এসব ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছায়। যা সিভিল সার্জন কার্যালয়ের কেন্দ্রীয় ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা ওয়াজেদ চোধুরী অভি ভ্যাকসিন আসার তথ্য নিশ্চিত করে বলেন, , রাতে ৫৮ হাজার ৫ শত ডোজ ফাইজারের টিকা গ্রহণ করা হয়েছে। যা পরবর্তীতে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হবে।
চিটুডে/আরএস